লালমাইয়ে বোরো ধানের মাঠ দিবস অনুষ্ঠিত

387
sdr

সংবাদদাতা ।। ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিকরণে ২০১৯-২০২০ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় লালমাইয়ে বোরো ধানের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের মগের কলমিয়া চৌমুহনীতে (জামুয়া অঞ্চল ) অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন এডিডি (উদ্যান) মো: এহতেশাম হায়দার। ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডিডি (শস্য সংরক্ষণ) মো: সিরাজ উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন লালমাই উপজেলা কৃষি অফিসার মো: জোনায়েদ কবির খান।

এসময় আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার হাফিজুর রহমান, আবদুল আজিজ, মোরশিদা আক্তার, নাজমা আক্তার, নুরজাহান, আবু তাহের মজুমদার, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান, ইউপি মেম্বার নুরুল ইসলাম ও আবদুল আউয়াল প্রমুখ।