লালমাইয়ে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ’র কমিটি গঠন 

231

স্টাফ রিপোর্টার ।। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ’র লালমাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৭ নভেম্বর বাগমারা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় উপজেলার সকল প্রধান শিক্ষকদের সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষনা করা হয়। পরদিন সংগঠনটির জেলা আহবায়ক আবদুল মতিন মোল্লা ও সদস্য সচিব একেএম জাহাঙ্গীর আলম নবগঠিত আহবায়ক কমিটি অনুমোদন করেন। কমিটিতে পেরুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুর রাজ্জাক কে আহবায়ক, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির আহমদ কে যুগ্ম আহবায়ক, প্রেমনল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী কে যুগ্ম আহবায়ক, দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন কে যুগ্ম আহবায়ক ও শাকেরা আর এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ উল্যাহ কে সদস্য সচিব করা হয়েছে। সদস্যরা হলেন, পরতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল হক মজুমদার, গৈয়ারভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হাশেম মজমুদার, জামুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলেক হোসেন, সুরুজ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রজত বরন রায়, হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান মিয়াজী, যুক্তিখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাদাত হোসেন মজুমদার, শাসনপাড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোস্তফা জামাল, রহমত আলী মিয়াজী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, মাতাইনকোট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান মজুমদার ও ভাবকপাড়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ। এরআগে লালমাই উপজেলার সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মনিরুজ্জামান সংগঠনটির জেলা আহবায়ক কমিটির সদস্য মনোনীত হয়েছেন।