লালমাইয়ে প্রবাসীর পিতাকে ছুরিকাঘাত; তিন ছিনতাইকারী আটক

192

মোঃ কামাল হোসেন ।। লালমাই উপজেলার বাগমারায় প্রবাসী পরিবারের টাকা ছিনতাই চেষ্টার অপরাধে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ৩০ জুন তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশের সাথে কথা বলে জানা যায়, উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামের কাতার প্রবাসী নাছির উদ্দিন কয়েকদিন আগে ফাস্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকের বাগমারা বাজার শাখায় ৭৫ হাজার টাকা পাঠান। গত ২৯ জুন বেলা ১২টায় নাছির উদ্দিনের স্ত্রী মিনুয়ারা বেগম ও পিতা মোঃ তাজুল ইসলাম ব্যাংক থেকে ওই টাকা উত্তোলন করে ব্যাটারীচালিত অটো রিক্সা দিয়ে বাড়ী রওনা করলে মোটরসাইকেলযোগে তাদের পিছু নেয় তিন ছিনতাইকারী। প্রবাসীর স্ত্রী ও পিতার অটো রিক্সা কুমিল্লা-বাঙ্গড্ডা সড়কের বাগমারা খিলপাড়াস্থ দলিল লেখক হাশেমের বাড়ীর সামনে পৌছলে ছিনতাইকারীরা অটো রিক্সাটি থামিয়ে চালক কে ছুরি দিয়ে ভয় দেখিয়ে চাবি নিয়ে নেয়। এসময় ছিনতাইকারীরা প্রবাসীর পিতাকে ছুরিকাঘাত করে টাকার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে। ওই সময় অটো চালকের পাশে বসা অন্য যাত্রী একটু দূরে গিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার দিতে থাকলে ছিনতাইকারীরা মোটরসাইকেল যোগে হাজতখোলা সড়কে পালিয়ে যায়। ছিনতাইকারীদের ধরতে প্রবাসী পরিবারের সদস্যরা বিভিন্ন জনকে মোবাইল ফোনে জানায়।

পরে দুপুর ২.৩০টায় চৌদ্দগ্রামের কাশিনগর বাজারের ব্যবসায়ীরা ওই ছিনতাইকারীদের আটক করে উত্তম মধ্যম দেয়। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহায়তায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে লালমাই থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-কুমিল্লা কোতয়ালী থানাধীন সংরাইশ (প্রাইমারী স্কুলের সাথে) গ্রামের মৃত আবদুল ওহাবের ছেলে ওবায়দুর রহমান সজিব (৩২), বুড়িচং উপজেলার কাচারীতলা গ্রামের আবদুল হান্নানের ছেলে অপু প্রকাশ মাসুম (২৮) এবং মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের নারারপাড় গ্রামের পোস্ট মাষ্টার বাচ্চু মিয়ার ছেলে রাফায়েত আহমেদ প্রকাশ রায়হান (২৪)। ছিনতাইকারী ওবায়দুর রহমান সজিবের নামে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় দায়েরকৃত অস্ত্র ও দ্রুত বিচারসহ ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

এঘটনায় প্রবাসীর পিতা মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে গ্রেফতারকৃত ছিনতাইকারীরের বিরুদ্ধে ৩৯৪ ধারা ও ১৮৬০ সালের পেনাল কোডে লালমাই থানায় একটি মামলা (নং ০৮, তাং ৩০/০৬/২১ইং) দায়ের করেন।

লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব বলেন, ছিনতাইয়ে ব্যবহৃত ছুরি ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ধৃত তিন আসামীকে ৩০ জুন আদালতে উপস্থাপন করলে বিচারক জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।