লালমাইয়ে নারী দিবস পালিত

207

স্টাফ রিপোর্টার ।। “করোনা কালে নারী নেতৃত্ব , গড়বে নতুন সমতার বিশ্ব” এ স্লোগান নিয়ে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস- ২০২১। ৮ই মার্চ সোমবার সকাল ১০টায় লালমাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস -২০২১ উদযাপন উপলক্ষে র‌্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার জাহানারা খানম, নির্বাচন অফিসার, জনস্বাস্থ্য অফিসার মোঃ সাইফুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মোঃ মনিরুল ইসলাম,পল্লী উন্নয়ন অফিসার মোঃ মোতালেব হোসেন, সমাজ সেবা অফিসার উপন্যাস চন্দ্র দাস সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন নারী নেত্রী মাহমুদা আক্তার, বিউটি রাণী সিংহ মেম্বার প্রমুখ। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অফিসার কতৃক উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম অতিথিদের মাঝে উত্তেলিকা পরিয়ে দেন এবং সকলের মাঝে মাস্ক বিতরণ করেন। নারী দিবসে জয়িতা হিসেবে নির্বাচিত হন সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার, মায়া রাণী, মহিলা মেম্বার বিউটি রাণী সিংহ।