লালমাইয়ে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

202
পেরুল দক্ষিণ সংবাদদাতা ।।  জাতীয় যুব সংহতির ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লালমাই উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার বিকালে পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রীতে  কেক কাঁটা, আলোচনা সভা ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।
যুব সংহতির লালমাই উপজেলা শাখার সভাপতি মোঃ হাফেজ আহমেদ এর সভাপতিত্বে ও যুব নেতা আবু তালেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সদস্য মোঃ মিজানুর রহমান । বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় কৃষক পাটির সভাপতি আব্দুল রাজ্জাক বাদল, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব আব্দুল কাদের প্রমুখ।
প্রধান অতিথি মোঃ মিজানুর রহমান বলেন, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধূ হুসাইন মুহাম্মদ এরশাদের ৯ বছর শাসন আমল ছিলো স্বর্ণযুগ। আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যুব সমাজকে একটি সুন্দর দেশ উপহার দেবো এটাই আজকের দিনের অঙ্গীকার।
সভা শেষে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য ১৯৮৩ সালের ২রা এপ্রিল সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির শ্লোগানে জাতীয় যুব সংহতি প্রতিষ্ঠা করেন।