রিয়াজ উদ্দিন।। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-বালক (অনুর্ধ্ব-১৭) খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ভুলইন দক্ষিণ ইউনিয়ন দল। আর রানার্সআপ হয়েছে ভুলইন উত্তর ইউনিয়ন দল। ৩১ মে বিকালে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়েছে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক। লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুকুল ইসলাম ভুঁইয়া, ভুলইন দক্ষিণ ইউপি চেয়ারম্যান একরামুল হক, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ডাঃ শাহ আলম, বাগমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন, প্রভাষক আমান উল্যাহ আমান, নারী নেত্রী মাহমুদা আক্তারসহ উপজেলার সকল কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য গত ২৮ মে শুক্রবার ছোট শরীফপুর ডিগ্রী কলেজ মাঠে খেলাটি উদ্বোধন করা হয়। খেলায় উপজেলার ৯টি ইউনিয়ন দল অংশগ্রহন করে। খেলাটি ছোট শরীফপুর ডিগ্রী কলেজ মাঠ, হরিশ্চর ইউনিয়ন হাই স্কুল এন্ড কলেজ মাঠ ও বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ভুলইন দক্ষিণ ইউনিয়ন দল ভুলইন উত্তর ইউনিয়ন দলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।