স্টাফ রিপোর্টার: ভিপি নুরুল হক নুরের রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের লালমাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৭ অক্টোবর গণ অধিকার পরিষদের কুমিল্লা জেলা আহবায়ক ফয়েজ উল্যাহ ও সদস্য সচিব মো: গিয়াস উদ্দিন আগামী ৬ মাসের মেয়াদে এই কমিটি অনুমোদন করেন।
কমিটিতে বেলঘর উত্তর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মো: আনোয়ার হোসেন কে আহবায়ক ও পেরুল দক্ষিণ ইউনিয়নের কনকশ্রী গ্রামের মোহাম্মদ হোসেন কে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, যুগ্ম আহবায়ক ওমর ফারুক, জয়নাল ছোয়াভ মিয়া, মোতালেব হোসেন, ওয়াহিদুর রহমান, মো: ইমরান মজুমদার, যুগ্ম সদস্য সচিব মিজানুর রহমান, কাজী মাসুদ রানা, মো: হোসাইন, রফিকুল ইসলাম, মহিন উদ্দিন। কার্যকরী সদস্যরা হলেন: জামাল হোসেন, মো: সুমন, হাবিবুর রহমান, মহিন উদ্দিন, মাইন উদ্দিন, মো: হাশেম, মোহাম্মদ আলম, ওমর ফারুক ও রতন আহমেদ।