স্টাফ রিপোর্টার ।। করোনা ভাইরাসের সংত্রমণ প্রতিরোধে চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থ সংকট থাকায় অসহায় গরীব কৃষকদের পাশে দাঁড়িয়েছেন লালমাই উপজেলা কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। গত কয়েকদিনে সংগঠন ৩টির নেতাকর্মীরা স্বাস্থ্য বিধি মেনে কৃষকদের ধান কেটে দিয়েছেন।
লালমাই উপজেলা কৃষকলীগের আহবায়ক হানিফ মজমুদার ও সদস্য সচিব আবু জাফর মোঃ সালেহ’র নেতৃত্বে গত ১লা মে শনিবার উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা যৌথভাবে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের দৌলতপুর গ্রামের অসহায় কৃষক সুজনের ৬৫ শতক ধান কেটে, বাড়িতে পৌঁছে মাড়িয়ে দেন। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা কৃষক লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নির্মল পাল, সাধারণ সম্পাদক লুতফুর বারী চৌধুরী হিরু, লালমাই উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক মজিবুল হক, উপজেলা কমিটির সদস্য নুরুন্নবী মজুমদার, মোঃ দুলাল হোসেন, মোঃ এসাক মিয়া, অলিউর রহমান, পেরুল উত্তর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোঃ মহিন উদ্দিন, বাকই উত্তর ইউনিয়নের মোঃ আবুল কালাম, আমান উল্লাহ, প্রিয়লাল বনিক, বেলঘর দক্ষিণ ইউনিয়নের মোঃ হানিফ প্রমুখ।
এছাড়া গত ৩০ এপ্রিল বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ মজুমদারের নেতৃত্বে যুবলীগের নেতাকর্মীরা চাঁদ কলমিয়া গ্রামের কৃষক তাজুল ইসলামের ৪২শতক ও মহিনের ৩৬ শতক জমির ধান কেটে দিয়েছেন।
এর আগে গত ১৫ এপ্রিল ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার অমিত ভুইঁয়ার নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা বেতাগাঁও গ্রামের কৃষক আবুল কাশেমের ৩৬ শতক জমির ধান কেটে দেন। এতে অংশগ্রহন করেন ৪নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক, সদস্য শাহাদাত, নাহিম ও রনি প্রমুখ।