লালমাইয়ে ভুমি কর্মকর্তাসহ আরো ৪জনের করোনা সনাক্ত

631

জহিরুল ইসলাম জহির  ।।  লালমাইয়ে উপ-সহকারী ভুমি কর্মকর্তা কাজী তৌহিদুর রহমানসহ আরো ৪জনের করোনা সনাক্ত হয়েছে। ৩ জুন পর্যন্ত এ উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১০ জন।
জানা যায়, গত ৩০ মে লালমাই উপজেলার বাগমারা ভুমি অফিসে কর্মরত উপ-সহকারী ভুমি কর্মকর্তা কাজী তৌহিদুর রহমান ও তার স্ত্রীর নমুনা সংগ্রহ করে বাগমারা ২০ শয্যা হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। ৩ জুন বুধবার তার স্ত্রীর নেগেটিভ রিপোর্ট আসলেও তার করোনা সনাক্ত হয়।

তার বাসা কুমিল্লা মহানগরীর কুমিল্লা হাই স্কুলের পিছনে। বর্তমানে তিনি আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের চাঁনপুরে শ্বশুড় বাড়ীতে রয়েছেন বলে জানা গেছে। নমুনা দেওয়ার পর থেকে তিনি শ্বশুড় বাড়ীতেই অবস্থান করছেন। তার রোগ মুক্তি কামনায় সকলের দোয়া চেয়েছেন বাগমারা ভুমি সহকারী কর্মকর্তা ফিরোজ খান। তিনি জানান, ঈদুল ফিতরের আগে আমার করোনা রিপোর্ট নেগেটিভ আসে। তখন আমি তৌহিদ কে পরীক্ষা করাতে অনুরোধ করি।

এছাড়া উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের ছোট চলুন্ডা গ্রামের নারায়নগঞ্জ ফেরত বাহার উদ্দীন (৩০), তার স্ত্রী সাবরিয়া (২৩) ও তার ৫ মাসের শিশু নুসাইবার করোনা সনাক্ত হয়েছে। ৩ জুন দুপুরে তাদের পজেটিভ রিপোর্ট আসে।

বুধবার বিকালে লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব করোনা পজিটিভ বাহার উদ্দীনের বাড়ী লকডাউন করিয়েছেন। বাড়ীর অন্য সদস্যদেরও হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।

করোনা আক্রান্ত কাজী তৌহিদুর রহমান বলেন, শারীরিকভাবে আমি সুস্থ রয়েছি। শরীরে করোনার কোন উপসর্গ নেই। তারপরও নমুনা দেওয়ার পর থেকে পারিবারিক আইসোলেশনে রয়েছি।

লালমাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা: জয়াশীষ রায় বলেন, করোনা পজেটিভ উপ-সহকারী ভুমি কর্মকর্তা আদর্শ সদরে থাকেন। ভুৃলইন উত্তরের ছোট চলুন্ডার একই পরিবারের ৩জনের পজেটিভ এসেছে। ওই বাড়ীর অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য ৩ জুন পর্যন্ত লালমাইয়ে ২৫৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ২০৭ টি রিপোর্ট পেয়েছি। এদের মধ্যে ১০ জন পজেটিভ। সুস্থ হয়েছেন ৩ জন। পজেটিভ হয়ে মৃত্যু ১জন, উপসর্গ নিয়ে মৃত্যু ২জন।