লালমাইয়ে আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

170

স্টাফ রিপোর্টার ।। ৩১ মে সকালে উপজেলা মিলনায়তনে লালমাই উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মালেক, সহকারি কমিশনার (ভুমি) শারমিন আরা, বাগমারা ২০ শয্যা হাসপাতালের আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া বেগম, লালমাই থানার উপ-পরিদর্শক জীবন রায় চৌধুরী, উপজেলা প্রকৌশলী উজ্জল চৌধুরী, উপজেলা কৃষি অফিসার জোনায়েদ কবির খান, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, বাগমারা দক্ষিণের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লোকমান হোসেন, পেরুল দক্ষিণ ইউপি চেয়ারম্যান এজিএম শফিকুর রহমান, পেরুল উত্তর ইউপি চেয়ারম্যান আবুল বাশার, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলী, বেলঘর উত্তর ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুজমদার প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউএনও বলেন, লালমাই উপজেলায় সরকারি জমি বা কৃষি জমি থেকে কেউ মাটি কাটতে পারবে না। বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।