লালমাইয়ে অর্ধেক দামে ধান কাটার মেশিন পেলেন কৃষক

306

আমান নূর ।। কৃষি প্রণোদনার অংশ হিসেবে শুক্রবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে স্থানীয় এক কৃষকের কাছে আনুষ্ঠানিকভাবে কম্বাইন হারভেস্টার মেশিন ( Kobuta ব্রান্ডের poro-588i-G মডেলের ) হস্তান্তর করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার কেএম ইয়াসির আরাফাত। এসময় উপজেলা কৃষি অফিসার জোনায়েদ খান সরবরাহকারী প্রতিষ্ঠান আবেদিন ইকুইপমেন্ট লিমিটেড এর ম্যানেজারসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন

সরকারের কৃষি যন্ত্রপাতি উন্নয়ন সহায়তার (সরকারি ভর্তুকি) মাধ্যমে কৃয়ক্রত কম্বাইন হারভেস্টার মেশিন পাওয়া ওই কৃষক হলেন উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের উত্তর হাজাতিয়া গ্রামের অলি উল্যাহ (০১৭৩১-৭৮৭০৯৯, ০১৭১৪-৩৪৬৪৬৫)। মেশিনটি দিয়ে প্রতি ঘন্টায় ৫ বিঘা জমির ধান কাটা, মাড়াই, পরিষ্কার ও বস্তাভর্তি করা সম্ভব। প্রতিটি মেশিনের মূল্য ৩০ লক্ষ টাকা হলেও সরকারের ভর্তুকির কারনে তা অর্ধেক দামে বিতরণ করা হয়েছে।