লালমাইয়ের মামুন ‘বাংলাদেশ উন্নয়ন পরিষদ’র সভাপতি

333

স্টাফ রিপোর্টার || দেশের পথশিশুদের পুর্নবাসনের উদ্দেশ্যে ইউরোপ, আমেরিকাসহ মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশীদের উদ্যোগে ‘বাংলাদেশ উন্নয়ন পরিষদ’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত হয়েছে।  সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন লন্ডন প্রবাসী আবদুল্লাহ আল মামুন।  তিনি কুমিল্লার লালমাই উপজেলার ভাবকপাড়া গ্রামের মরহুম হুমায়ুন কবিরের ২য় ছেলে।

পথশিশুদের কল্যাণে গত ১লা এপ্রিল প্রবাসীদের এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়।  এরপর গত ১লা মে এক অনলাইন বৈঠকের মাধ্যমে ২৩জন প্রবাসী কে সংগঠনের পরিচালক হিসেবে মনোনীত করা হয়।  ওই বৈঠকে সংগঠন পরিচালনার জন্য ২০২০-২০২২ইং মেয়াদে একটি কার্যকরি কমিটি গঠন করা হয়।  পরিচালকদের সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি নির্বাচিত হন লন্ডন প্রবাসী সফল উদ্যোক্তা, বিসমিল্লাহ্ গ্রুপ’র চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন।

বাংলাদেশ উন্নয়ন পরিষদের নবনির্বাচিত সভাপতি আবদুল্লাহ আল মামুন বলেন,  পরিচালকদের অনুদানে সংগঠনের জন্য প্রথমে একটি ফান্ড তৈরি করা হবে।  এরপর দেশের পথশিশুদের খোঁজে খোঁজে পূর্নবাসন তথা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য আবদুল্লাহ আল মামুন ১৯৯৭ সালে বিজরা রহমানিয়া চিরসবুজ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক এডমিনিস্ট্রেশন-এ ২০০৪ সালে বিএসএস (অনার্স) ও ২০০৫ সালে এমএসএস (মাষ্টার্স) ডিগ্রী সম্পন্ন করেন।  তিনি দীর্ঘ ১১ বছর ধরে পরিবার নিয়ে লন্ডনে বসবাস করছেন। পাশাপাশি তিনি লন্ডনে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন।