স্টাফ রিপোর্টার ।। লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম বদলিজনিত কারনে বিদায় নিয়েছেন। রবিবার নিজ কার্যালয়ে তাকে বিদায়ী সংবর্ধণা জানান লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার, উপজেলার কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মীবৃন্দ, কর্মচারীবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
এর আগে গত ১৪ মার্চ চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) খন্দকার জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ নজরুল ইসলাম (২০৫৫০) কে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে চট্টগ্রামের সন্দীপ উপজেলা নির্বাহী অফিসার (বদলির আদেশপ্রাপ্ত) অজিত দেব (১৭২৮৯) কে লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বদলি করা হয়। এর আগে ২০২০ সালের ২০ জুলাই ২৮তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম লালমাই উপজেলায় যোগদান করেন।
উল্লেখ্য সাবেক পরিকল্পনামন্ত্রী ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির প্রচেষ্ঠায় ২০১৭ সালের ৯ জানুয়ারি সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ৮টি ও লাকসাম উপজেলার একটিসহ মোট ৯টি ইউনিয়ন নিয়ে দেশের ৪৯১তম ও কুমিল্লার ১৭তম উপজেলা ‘লালমাই’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে নবগঠিত উপজেলার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করতে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার তৎকালীন ইউএনও রুপালী মন্ডল কে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়। এরপর ২০১৮ সালের ১৪ জানুয়ারি ৩০তম বিসিএস ক্যাডারের কর্মকর্তা কেএম ইয়াসির আরাফাত লালমাই উপজেলার প্রথম নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গত বছরের ২০ জুলাই তিনি বদলি হলে দ্বিতীয় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন মোঃ নজরুল ইসলাম।