কাজী নিমেল: কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে লালমাই উপজেলার ২২টি বিদ্যালয় থেকে এবছর ১ হাজার ৪শ ৬৮জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে ১ হাজার ৪৩জন। অকৃতকার্য হয়েছে ৪শ ২৫জন। পাসের হার ৭১.০৫ শতাংশ। এদের মধ্যে ৪টি বিদ্যালয়ের ফলাফল বিপর্যয় হয়েছে।
লালমাই উপজেলা শিক্ষা অফিসার রোখসানা আক্তার জানান, উপজেলার শাসনপাড় উচ্চ বিদ্যালয় থেকে এবছর ৩৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ১১জন। অকৃতকার্য হয়েছে ২৫জন। পাসের হার ৩০.৫৬ শতাংশ। গত বছর বিদ্যালয়টির পাসের হার ছিলো ৯৪.৬৮ শতাংশ। পরতি উচ্চ বিদ্যালয় থেকে এবছর ৪৬জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ১৭জন। অকৃতকার্য হয়েছে ২৯জন। পাসের ৩৬.৯৬ শতাংশ। গত বছর বিদ্যালয়টির পাসের ছিলো ৯৮ শতাংশ। কলমিয়া বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এবছর ২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ৮জন। অকৃতকার্য হয়েছে ১২জন। পাসের হার ৪০ শতাংশ। গত বছর বিদ্যালয়টির পাসের হার ছিলো ৯২.৫৯ শতাংশ। সর্দার হোসেন আলী উচ্চ বিদ্যালয় থেকে এবছর ৩৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছে মাত্র ১৪জন। অকৃতকার্য হয়েছে ২৪জন। পাসের হার ৪১.১৮ শতাংশ। অন্যদিকে পাসের হারে লালমাই উপজেলায় ১ম হয়েছে আলীশ্বর উচ্চ বিদ্যালয় (৯২ শতাংশ), ২য় হয়েছে হাজী রুস্তম আলী উচ্চ বিদ্যালয় (৯১.৬৭) ও ৩য় হয়েছে হরিশ্চর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ (৯১.১৩)।