কাজী নিমেল: কুমিল্লার লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল মমিন মজুমদারের ছেলে, ভুলইন উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক সোহাগ ও কবির হোসেন নামীয় ২জন কে ইয়াবা ও ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৭ এপ্রিল) রাত অনুমান সাড়ে ৩টায় অভিযান চালিয়ে স্থানীয় হাজতখোলা বাজারস্থ একটি অফিস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহাগের বাড়ি ভুলইন উত্তর ইউনিয়নের উত্তর হাজাতিয়া আর কবির হোসেনের বাড়ি বড় চলুন্ডা। গ্রেফতারের সময় সোহাগের হেফাজত থেকে ৪০পিচ ইয়াবা ও ২ পিচ ফেন্সিডিল এবং কবির হোসেনের হেফাজত থেকে ১০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এঘটনায় ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোর্শেদ বাদী হয়ে আটককৃতদের মাদক ব্যবসার অভিযোগে লালমাই থানায় মামলা রুজু করেছেন।
লালমাই থানার সেকেন্ড অফিসার হারুনুর রশিদ জানান, সাবেক ছাত্রলীগ নেতা সোহাগ ও কবিরের বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগে মামলা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকব্যবসায়ী সোহাগের বিরুদ্ধে লালমাই ও কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মাদক ব্যবসা, মারামারি ও হত্যাচেষ্টার একাধিক মামলা রয়েছে।