লালমাইয়ে কালেরকণ্ঠ শুভসংঘের কমিটি গঠন

28

স্টাফ রিপোর্টার: বর্ণাঢ্য আয়োজনে কুমিল্লার লালমাই উপজেলায় কালের কণ্ঠ শুভসংঘের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটি পেয়ে উচ্ছ্বাসিত সেখানকার শুভসংঘের বন্ধুরা। সোমবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নতুন কমিটি গঠন উপলক্ষ্যে স্থানীয় হোটেল নূরজাহানে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে শুভসংঘকে নিয়ে কথা বলেন বিশিষ্টজনরা।       
কালের কণ্ঠের কুমিল্লা জেলা প্রতিনিধি আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।


এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ডর উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম, কুমিল্লা সদর দক্ষিণ সার্কেল এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ আইয়ুব, হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আবু তাহের রনি, লালমাই প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ শাহজাহান মজুমদার, লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা শিক্ষাবোর্ড মডেল সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী উম্মে সুমাইয়া। সভাটি পরিচালনা করেন সাংবাদিক কাজী ইয়াকুব আলী নিমেল।

আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘শুভ কাজে, সবার পাশে’ এই স্লোগানে এগিয়ে যাওয়া শুভসংঘ তাঁর নানামুখী সামাজিক কর্মকান্ডের মাধ্যমে আজ দেশের বৃহৎ সামাজিক সংগঠনে পরিণত হয়েছে। বলতে গেলে- বর্ণাঢ্য পরিকল্পনা আর কল্যাণমুখী মানুষিকতার কারণে শুভসংঘ সমাজের প্রতিটি স্তরকে আলোকিত করে যাচ্ছে। শুভসংঘের মাধ্যমে ও বসুন্ধরা গ্রুপের অর্থায়নে কয়েক হাজার মেধাবি শিক্ষার্থীর উচ্চ শিক্ষা জীবন নিশ্চিত হয়েছে। দরিদ্র পরিবারের ওই মেধাবি শিক্ষার্থীদের এখন আর পড়াশোনার খরচ নিয়ে ভাবতে হচ্ছে না।


বক্তারা আরো বলেন, সারাদেশেই শুভসংঘের কার্যক্রম ব্যাপক আকারে চলছে গত কয়েক বছর ধরে। কুমিল্লার লালমাই উপজেলায় প্রথমবারের মতো নতুন কমিটি গঠন হওয়ায় শুভসংঘের বন্ধুরা আনন্দিত। আমরা বিশ্বাস করি নানামুখী কর্মকান্ডের মাধ্যমে শুভসংঘের মডেল হবে কুমিল্লার লালমাই উপজেলা। এখানকার শুভসংঘের বন্ধুরা নানান ধরণের কল্যাণমুখী কর্মকান্ডের মাধ্যমে শুভসংঘের সুনাম চারদিকে ছড়িয়ে দেবেন বলে আমরা বিশ্বাস করি।

এদিকে, সোমবার সন্ধ্যায় আলোচনা সভা শেষে কালের কণ্ঠ শুভসংঘের লালমাই উপজেলা কমিটি ঘোষণা করেন অতিথিরা। আগামী এক বছর মেয়াদী এ কমিটিতে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক গোলাম সারওয়ার। এ ছাড়া বাকি চারজন উপদেষ্টা হলেন- হলদিয়া মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক আবু তাহের রনি, আব্দুস সোবহান আদর্শ পাঠাগারের সভাপতি হাফেজ আহমেদ সোহেল, লালমাই উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন ও কুমিল্লা ডায়াবেটিক হসপিটাল এর সিনিয়র মেডিকেল অফিসার ডা: শামীম ইকবাল মজুমদার।


কমিটিতে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন কালের কণ্ঠ শুভসংঘের কুমিল্লা জেলা কমিটির সহ-সভাপতি ও সাপ্তাহিক লালমাই বার্তার প্রধান সম্পাদক জহিরুল ইসলাম জহির।


কালের কণ্ঠ শুভসংঘের ৩১ সদস্য বিশিষ্ট লালমাই উপজেলা কমিটিতে দন্ত প্রযুক্তি বিদ মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না সভাপতি, আবু জাফর মোহাম্মদ সালেহ সাধারণ সম্পাদক ও মাসুদ রানা সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। কমিটিতে সহ-সভাপতিরা হলেন-মো: আবুল বাশার, ডা: কাউছার আহমেদ জুয়েল, মাছুম বিল্লাহ মুহাজির ও মো: ফরহাদ উদ্দিন।


কমিটির অন্যরা হলেন- যুগ্ম সাধারণ সম্পাদক: মাহমুদুল হাসান ফরহাদ, ইফতেখার সজিব, সাংগঠনিক সম্পাদক: কাজী ইয়াকুব আলী নিমেল, অর্থ সম্পাদক : রিয়াজ উদ্দিন, দপ্তর সম্পাদক: মারুপ সিরাজী, নারী বিষয়ক সম্পাদক: পাখি আক্তার, কর্ম ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক: রেজাউল করিম শুভ, প্রচার সম্পাদক: সাজ্জাদ হোসেন ছোটন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক: এমদাদুল হক রিপাত, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক: জাহিদ হাসান মুরাদ, ক্রীড়া সম্পাদক: আদনান অভি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মেহেদী হাসান ফনি, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক: উম্মে সুমাইয়া, আপ্যায়ন বিষয়ক সম্পাদক: আফজাল হোসেন রনি, ত্রাণ ও দূর্যোগ বিষয়ক সম্পাদক: মো: রুহুল আমিন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক: তাছলিমা আক্তার। কার্যকরী সদস্যরা হলেন-শিমুল বড়ুয়া, নূরে আলম রিদান, নাফিউ জামান, সিদরাতুল মুনতাহা, সিরাজুম মুনিরা, সাফায়েত হোসেন, এসআর শ্রাবন ও উম্মে হাবিবা।