সংবাদদাতা ।। কুমিল্লা জেলার লাকসামের ঐতিহ্যবাহী ডাকাতিয়া নদীতে ড্রেজিং ও কৃত্রিম বাঁধ সৃষ্টির মাধ্যমে মাটি বিক্রি করে অবৈধভাবে লক্ষ লক্ষ টাকা উর্পাজনের অভিযোগ উঠেছে গোবিন্দপুর ইউনিয়েনের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা মৃত আবদুল হাকিমের পুত্র মহিউদ্দিন মহিনের বিরুদ্ধে।
এলাকায় ইতিমধ্যে সে ‘নদী দস্যু’ খেতাব পেয়েছে। ডাকাতিয়া নদীকে ঘিরে চলছে তার অবৈধ কর্মকান্ড। ড্রেজিং ও কৃত্রিম বাঁধ তৈরীর কারনে পাশ্ববর্তী সাতবাড়ীয়া উত্তর পাড়ার মরহুম সিরাজুল হক আমিনের বাড়ীটি নদী গর্ভে বিলীন হওয়ার উপক্রম।
এ ব্যাপারে ভূক্তভোগীদের পক্ষে মো: তোফাজ্জল হোসেন বিষয়টি স্থানীয় চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীমকে অবহিত করেন। কিন্তু চেয়ারম্যানের মৌখিক নিষেধাঙ্গা উপেক্ষা করে বহাল তবিয়তে মহিউদ্দিন তার অবৈধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এলাকাবাসী এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে অভিযুক্ত মহিনের বক্তব্য জানতে বার বার চেষ্টা করেও সম্ভব হয়নি।