স্টাফ রিপোর্টার ।। লাকসামে বিনামূল্যে মাস ব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শনিবার লাকসাম উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত হয়ে কর্মসূচি উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী দিনে প্রশিক্ষক ছিলেন মোঃ আমান উল্লাহ ও সুদীপ্ত আচার্য্য। কোর্স সহযোগিতায় ছিলেন রাকিবুল হাসান।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম বলেন, বেকারত্ব দূরীকরণে দক্ষ জনশক্তি সৃষ্টির লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের উদ্যোগে লাকসামে বেকার ও আগ্রহী নারী-পুরুষ নিয়ে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচি চালু হয়েছে। অনলাইনে প্রায় সাড়ে ৩শ’ আবেদনকারী থেকে প্রথম ব্যাচে ৪০ জনকে নিয়ে দেড় মাসব্যাপী এ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। পর্যায়ক্রমে ব্যাচ বাড়ানো হবে।