লাকসামে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন

491

জাফর আহমদ ।।  লাকসাম পূর্ব ইউনিয়নের যোগিপাড়া গ্রামের হাজি সোলাইমানের ছেলে মো: ইউছুফ মিয়ার পুকুরে ৫ জুন রাতে কে বা কাহারা বিষ ঢেলে লক্ষ- লক্ষ টাকার মাছ মেরে ফেলেছে।

গতকাল সকালে পুকুর পাড়ে গিয়ে মরা মাছ দেখে দিশেহারা হয়ে পড়ে ইউছুফ। উপজেলা মৎস অফিস সহ সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।

ক্ষতিগ্রস্ত ইউসুফ জানিয়েছে শত্রুতা বশত কেউ তার পুকুরে বিষ দিয়েছে এতে প্রায় ৫ লাক্ষ টাকায় ক্ষতি হয়েছে।