লাকসামে দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ সভাপতি আহত

419

লাকসাম প্রতিনিধি  ।।  লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রামারবাগ গ্রামে বৃস্পতিবার (২৮ মে) আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ হয়। এতে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাসেল আহমেদ রাশেদসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে।

জানা গেছে, ওই ওয়ার্ড মেম্বার আনোয়ার হোসেন গ্রুপ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রাশেদ আহম্মদ রাশেদ গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিলো। এরই জের ধরে ওই গ্রামের গোলাম রাব্বানীর চা দোকানে পাওনা টাকা নিয়ে ডিস জসিমের সাথে দোকানী রাব্বানীর কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঘটনাটি গ্রুপিংয়ে রূপ নেয়। এ সময় দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়ায়। এতে দু’পক্ষের ১৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরে খবর পেয়ে লাকসাম থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা নিরসনে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ রির্পোট লেখা পর্যন্ত উভয় পক্ষ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিল।
এ বিষয়ে লাকসাম থানার ওসি মোঃ নিজাম উদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে আইন-শৃংখলা রক্ষায় পুলিশ এলাকাটি টহল দিচ্ছে।