লাকসাম প্রতিনিধি ।। কুমিল্লার লাকসামে এক ব্যবসায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। লাকসাম পৌরসভার ৬নং ওয়ার্ডের প্রায় ৬০ বছর বয়সী ওই বৃদ্ধ শহরের মেইনরোডের একটি মার্কেটের ব্যবসায়ী। এ নিয়ে লাকসামে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১৪ জনে দাঁড়ালো।
১২ মে নতুন আক্রান্ত ওই বৃদ্ধের পরিবারের বাকী ৮ সদস্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ গঠিত ‘করোনা র্যাপিড রেসপন্স টিম’ বিষয়টি নিশ্চিত করেছে। তার করোনা রিপোর্ট পজিটিভ আসার পরপরই তার বাড়ি লকডাউন করে তাকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
লাকসাম স্বাস্থ্যবিভাগের করোনা র্যাপিড রেসপন্স টিমের সদস্য ডাঃ আবদুল মতিন নতুন করে আক্রান্ত এ রোগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ওই রোগীকে আইসোলেশনে নিয়ে চিকিৎসা শুরু করা হয়েছে। পাশাপাশি তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।