রিয়াজ উদ্দীন || লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলীসহ আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জনে দাঁড়ালো। মঙ্গলবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন স্বাস্থ্য বিভাগ। এছাড়া লাকসামে করোনা উপসর্গ নিয়ে সনাতন ধর্মাবলম্বী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছে উপজেলা করোনা র্যাপিড রেসপন্স টিম।
জানা গেছে, শরীরে ব্যাথা অনুভব হওয়ায় ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নমুনা সংগ্রহ করে লাকসামের করোনা র্যাপিড রেসপন্স টিম। মঙ্গলবার দুপুরে তার করোনা পজেটিভ আসে। তবে তিনি এখন শারীরিকভাবে ভাল রয়েছেন। বুধবার সকালে তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করার কথা রয়েছে।
এদিকে ২৫ মে সন্ধ্যার পর করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী বৃদ্ধ শংকর চন্দ্র সরকার (৬৫) এর লাশ তড়িগড়ি করে দাহ করার উদ্যোগ নেয় তার পরিবার। খবর পেয়ে শশান থেকে করোনা র্যাপিড রেসপন্স টিম লাশের নমুনা সংগ্রহ করে। মৃত বৃদ্ধ লাকসামের ব্যবসায়ী সাইফুলের বাসায় ভাড়া থাকতেন। ওই বাসাসহ আশেপাশের বাসার ভাড়াটিয়াদের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
লাকসাম উপজেলা র্যাপিড রেন্সপন্স টিম প্রধান ডাঃ আবদুল আলী জানান, লাকসাম পৌর শহরের দক্ষিণ লাকসাম (সাহাপাড়া) এলাকার বাসিন্দা শম্ভু চন্দ্র সরকারের ছেলে শংকর চন্দ্র সরকার ওইদিন সন্ধ্যায় নিজ বাসায় করোনার উপসর্গ নিয়ে মারা যায়। তিনি কাশি ও হৃদরোগে ভুগছিলেন। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।