লাকসামের কলেজ শিক্ষক মোস্তফা কামাল আর নেই

339

লাকসাম প্রতিনিধি  ।।  মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অর্থনীতি বিষয়ের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামাল (৫০) বৃহস্পতিবার (২ জুলাই) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। ওইদিন বেলা ১১ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লাকসামের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ মোস্তফা কামালের বাড়ি লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের গাজিরপাড় গ্রামে। ওইদিন সন্ধ্যায় নিজগ্রাম গাজিরপাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাযা শেষে মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মনোহরগঞ্জ সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ ইউনূস ভূঁইয়া, লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের, মনোহরগঞ্জ সরকারি কলেজের ইংরেজি প্রভাষক মো. মাসুদ রানা, নাঙ্গলকোটের ভোলাইন কলেজের প্রভাষক মোঃ মোজাহিদুল আমিন সোহেল, প্রভাষক নেছার আহম্মদ প্রমুখ।