স্টাফ রিপোর্টার ।। কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের সর্দার বাড়ির যাতায়াতের রাস্তার উপর বাখরাবাদের গ্যাসের রাইজার যেকোনো সময় বিস্ফোরিত হয়ে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে মনে করেন স্থানীয় গ্রামবাসি। জানা যায়, কুমিল্লা সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের লাল মিয়া সর্দার বাড়ির সাধারণ মানুষের যাতায়াতের রাস্তার উপর স্থাপন করা কুমিল্লা বাখরাবাদের গ্যাসের রাইজার সংযোগ। স্থানীয় লোকজন জানায় এই গ্রামের মৃত সিরু মিয়ার ছেলে সেলিম মিয়ার এই রাইজারটি জনস্বার্থে অন্যত্র স্থানান্তর করার জন্য, গ্রামবাসী চলতি বছরের ২৮ জানুয়ারি বাখরাবাদ ব্যবস্থাপনা পরিচালকের নিকট দ্বিতীয় দফায় একটি দরখাস্ত দাখিল করেন। গ্রামের রাস্তার উপর খুবই ঝুকিপূর্ণ গ্যাসের রাইজার অপসারণ করে অন্যত্র স্থাপন করার, ঝুঁিকপূর্ণ এই রাইজারটি অপসারণ না করলে যে কোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে বলে এলাকাবাসী মনে করেন। গ্রামবাসীর মধ্যে সফিক মিয়া, আবুল হোসেন, মুজিবুর রহমান এরা সাংবাদিকদের জানান বাখরাবাদকে একাধিক দরখাস্ত করি যেন জনস্বার্থে এই রাইজারটি অপসারণ করে অন্যত্র স্থাপন করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে বাখরাবাদ গ্যাস অফিসের কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে অভিযোগের সত্যতা পান কিন্তু প্রায় ছয় মাস অতিবাহিত হলেও এ ঝুকিপূর্ণ রাইজারটি অপসারণ বা স্থানান্তর করা হয় নি। এলাকাবাসীর দাবি অতি দ্রুত এই ঝুঁিকপূর্ণ রাইজারটি অপসারণ করে জনমনে নিরাপত্তা নিশ্চিত করা।