স্টাফ রিপোর্টার ।। কুমিল্লার লালমাই উপজেলার যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার ভবন নির্মাণে নিন্মমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ২৬ আগস্ট (বুধবার) বিকালে পরিদর্শনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম।
জানা যায়, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৩ কোটি ২৬ লক্ষ টাকা ব্যয়ে মাদ্রাসাটির ৪তলা ভবন নির্মাণের কাজ করছেন মাহিবুল ইসলাম কানন’র মালিকানাধীন মেসার্স রেহেনা কনস্ট্রাকশন। গত ১লা জুলাই থেকে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠানটি। ২৬ আগস্ট বেস ঢালাই (গ্রাউন্ডফ্লোর) এর কাজ পরিদর্শনে যান লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও লোকাল সুপারভিশন কমিটির আহবায়ক মো: নজরুল ইসলাম। এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী, কমিটির সকল সদস্য, মাদ্রাসার শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ইউএনও দেখেন, নির্মাণে নিন্মমানের ইটের সুড়কি (খোয়া) ও মচিরা আক্রান্ত রড (লোহা) ব্যবহার করছে। এতে তিনি ঠিকাদারি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন।
ঠিকাদার মাহিবুল ইসলাম কানন বলেন, নির্মাণ কাজে নিন্মমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে না। ইউএনও স্যার কোন অনিয়ম পাননি।
বেলঘর দক্ষিণ ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান মনু বলেন, শুনেছি কাজের মান খারাপ হচ্ছে। ঠিকাদারি প্রতিষ্ঠান নিজের মত করেই কাজ করছে।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান ভবন নির্মাণে নিন্মমানের খোয়া ও মরিচা আক্রান্ত রড ব্যবহার করছে। অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।