যুক্তিখোলা ফাজিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে মাওলানা মোস্তফা কামাল’র যোগদান

212

স্টাফ রিপোর্টার || লালমাই উপজেলার শীর্ষ ইসলামি বিদ্যাপীঠ যুক্তিখোলা ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল। গত ২৬ এপ্রিল তিনি এ পদে যোগদান করেন। এর আগে গত ৩ এপ্রিল মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৭জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন করেছেন। নিয়োগ পরীক্ষায় উপস্থিত ছিলেন আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি’র প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ডিন ড. আবুল কালাম আজাদ, ডিজি’র প্রতিনিধি হিসেবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারি পরিচালক ড. হেলাল উদ্দিন, যুক্তিখোলা ফাজিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার, গর্ভনিং বডির সহ-সভাপতি হুমায়ুন কবির মজুমদার ও মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোঃ শাহাজাহান।
নিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল ২০০৬ সালের ২রা মে থেকে রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অধ্যক্ষ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ১৯৮৭ সালের ১লা মার্চ তিনি একই মাদ্রাসায় উপাধ্যক্ষ পদে নিয়োগের মাধ্যমে চাকরিজীবন শুরু করেন।
দীর্ঘ ৫/৬ বছর ধরে তিনি বৃহত্তর কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সেক্রেটারির দায়িত্ব পালন করছেন। তিনি লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের গোষাইপুস্করনী গ্রামের মরহুম কালা মিয়ার পুত্র। তার জৈষ্ঠ ছেলে তাসলিম আলম সোহেল সৌদি প্রবাসী। ২য় ছেলে ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম পিনাকী ইন্ডাষ্ট্রিজ-এ ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। ছোট ছেলে আরিফুর রহমান শরীফ ছোট শরীফপুর ডিগ্রী কলেজে ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক হিসেবে কর্মরত আছেন।

উল্লেখ্য ১৯২৫ সালে প্রতিষ্ঠিত যুক্তিখোলা ফাজিল মাদ্রাসাটি দীর্ঘ ৬ বছর ধরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে পরিচালিত হয়ে আসছে।