স্টাফ রিপোর্টার ।। মহামারী করোনার কারনে লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের ঐতিহ্যবাহি মোহনপুর দরবার শরীফে এবছর মাজার জেয়ারত, তাবারুক বিতরণ, জনসমাগম ও ওরস মাহফিল অনুষ্ঠিত হচ্ছে না।
বুধবার (২৬ আগস্ট) বিকালে লালমাই উপজেলা নির্বাহী অফিসার মো: নজরুল ইসলাম’র কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে দরবারের মোতওয়াল্লীর উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সময় ইউএনও দরবারের চলমান বিরোধ নিষ্পত্তি করতে ৫সদস্যের একটি কমিটি করে দেন। উপজেলা কৃষি অফিসার জেনায়েত কবির খানকে আহবায়ক, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার মাহবুবুর রহমানকে কো-আহবায়ক, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইউব আলীকে সদস্য সচিব এবং দরবারের দুই পক্ষের দু’জন প্রতিনিধিকে সদস্য করা হয়েছে।
এর আগে গত ২৫ আগস্ট মরহুম পীরের নাতি হাবিবুর রহমান এলাকাবাসীর পক্ষে ওরসের অনুমতি চেয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করেন।
উল্লেখ্য প্রতি বছর ৩০ শে ভাদ্র ও ফাল্গুন মাসের ১ম শুক্রবার মোহনপুর দরবার শরীফের মরহুম পীর মোবারক আলী আল-কাদরি’র মৃত্যুবার্ষিকীতে তাঁর মাগফেরাত কামনায় ওরস অনুষ্ঠিত হয়ে আসছে। কিন্তু কয়েকবছর ধরে ওরসকে কেন্দ্র করে মোতওয়াল্লী আবদুল মালেক ও পীরের নাতি দাবিদার হাবিবুর রহমানের মধ্যে বিরোধ চলে আসছে।