মোহনপুর আলিম মাদরাসা ছাত্রলীগের কমিটি গঠন

83

স্টাফ রিপোর্টার: লালমাই উপজেলার বাকই উত্তর ইউনিয়নের মোহনপুর আলিম মাদরাসা শাখা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে। ২১ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে মাদরাসার হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষনা করেন লালমাই উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহ পরান সওদাগর ও আরিফুল ইসলাম রাব্বি।
সম্মেলনে উপস্থিত ছিলেন মোহনপুর আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাসানুজ্জামান, বাকই উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বাকই উত্তর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাবের হোসেন জাবেদ, লালমাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল শাহীন, দপ্তর সম্পাদক আহসান মাহমুদ ফরহাদ, প্রচার সম্পাদক আরজু, বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের ভারপপ্রাপ্ত সভাপতি রিফাত মজুমদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নবগঠিত কমিটিতে মোঃ ফখরুল ইসলাম কে সভাপতি, মোঃ আরিফুল ইসলাম ও সাকি আক্তার কে সহ-সভাপতি, আল শাহরিয়া সাকন কে সাধারণ সম্পাদক, সালমান ইফতি রাহি ও আরাফাত ইসলাম রনি কে যুগ্ম সাধারণ সম্পাদক, নাজমুল হাসান রাব্বি, শাহাদাত হোসেন সোহেল ও ফাতেমা আক্তার কে সাংগঠনিক সম্পাদক এবং মেহেদী হাসান আকাশ কে দপ্তর সম্পাদক করা হয়েছে।
সম্মেলনে সভাপতিত্ব করেন মোহনপুর আলিম মাদরাসা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও নবগঠিত কমিটির সভাপতি মোঃ ফখরুল ইসলাম এবং সঞ্চালনা করেন বাকই উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।