স্টাফ রিপোর্টার ।। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন এখনো মুছে যায়নি, তার প্রমান দিলেন কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের জগতপুর গ্রামের অমর কৃষ্ণ বৈষ্ণবের ছেলে রিপন বৈষ্ণব। করোনাকালে কর্মহীন ও দরিদ্র মুসলিমদের ঘরে ঘরে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন হিন্দু ধর্মাবলম্বী এই ফার্নিচার ব্যবসায়ী।
২৪ মে রবিবার পর্যন্ত এই ব্যবসায়ী নিজ এলাকার প্রায় ৮ শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা করেছেন। ৩ শতাধিক মুসলিম পরিবারে ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন। অনেকটা গোপনেই চলছে তার এই খাদ্য ও ঈদ সহায়তা কার্যক্রম।
প্রবাসী বা মধ্যবিত্ত পরিবারের কেউ খাদ্য সংকটে পড়ে তার মোবাইলে কল দিলেই খাদ্য সামগ্রী পাঠিয়ে দেয়া হয়। উপজেলা প্রশাসন ও থানা পুলিশসহ এলাকার সামাজিক সংগঠনের উদ্যোগে যে কোন মানবিক কাজেও তার অংশগ্রহণ রয়েছে।
এছাড়া তার আর্থিক সহায়তায় লালমাই উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের একটি এতিমখানা ও হাফেজী মাদ্রাসার শিক্ষার্থীদের পুরো রমজানে ইফতার সরবরাহ করা হয়েছে।
রিদন ফার্নিচারের মালিক রিপন বৈষ্ণ বলেন, করোনাকালে সবাই বেঁচে থাকার লড়াই করছে। আমি এ লড়াইয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। মুসলিম সম্প্রদায়ের মানুষকে ঈদ উপহার দিতে পেরে ভালো লাগছে।