স্টাফ রিপোর্টার ।। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে লালমাই উপজেলা আওয়ামীলীগের প্রস্তুতি সভা ১৩ই মার্চ শনিবার বিকাল ৩টায় বাগমারা বাজারস্থ উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সিদ্ধান্ত হয় ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। উক্ত আলোচনা সভায় ভার্চুয়ালের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখবেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি ও মাননীয় অর্থ মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফ.সি.এ (লোটাস কামাল) এমপি মহোদয়।
উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আবদুল মতিন মোল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াতুল্লাহ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাসুদুর রহমান ভুইঁয়া, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আনোয়ার উল্লাহ মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আজ্জন, আবদুর রহমান নেভী, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম চেয়ারম্যান, জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সাইফ উদ্দীন আহমেদ পাপ্পু, উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবদুল মালেক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক আমিন, লালমাই উপজেলা কৃষকলীগের সদস্য সচিব আবু জাফর মোঃ সালেহ, সদর দক্ষিণ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও সেচ্ছাসেবকলীগ নেতা আক্তার হোসেন পারভেজসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।