মিয়াবাজার হাইওয়ে পুলিশের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

312

চৌদ্দগ্রাম প্রতিনিধি
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজার হাইওয়ে পুলিশ সদস্যদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। হাইওয়ে কুমিল্লা অঞ্চলের পুলিশ সুপার নজরুল ইসলামের উদ্যোগে পুলিশ সদস্যদের জন্য চোখের চশমা, গ্লোব, মাস্ক, হেন্ড স্যানিটাজার, সাবান এবং মালটিভিট প্লাস দেয়া হয়।

মঙ্গলবার পুলিশ সদস্যদের মাঝে সুরক্ষা সামগ্রীগুলো হস্তান্তর করেন মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ একেএম শরফুদ্দীন। এ সময় ফাঁড়ির সেকেন্ড অফিসার আবু বকর সিদ্দিকসহ অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।