মানবিক পুলিশ; এসআই শাহিন মিয়া

747

লালমাই বার্তা ডেস্ক ।।  নিজের ঈদ বোনাস ও বেতনের আংশিক টাকা দিয়ে করোনায় আর্থিক সংকটে পড়া ২৭টি হতদরিদ্র পরিবারে খাদ্য সরবরাহের জন্য মোট ২৮ হাজার টাকা নগদ বিতরণ করেছেন বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক মো: শাহিন মিয়া। তিনি বর্তমানে এপিবিএন চট্টগ্রামে কর্মরত। তার বাড়ী ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার গোপালপুর গ্রামে। ১৭ মে রবিবার রাতে তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে বিষয়টি উল্লেখ করে হতদরিদ্রদের পাশে অন্যদেরও এগিয়ে আসার আহবান জানান।

পুলিশ কর্মকর্তা শাহিন মিয়া বলেন, বিগত সময়ে বেতনের জমানো টাকা দিয়ে আমার পরিবার ও আমি বর্তমানে ভালভাবে চলতে পারছি। অথচ করোনায় হতদরিদ্র ও দিনমজুররা কাজ করতে পারছেন না। তাদের ঘরে খাদ্য সংকট সৃষ্টি হয়েছে। তাই আমি ঈদের বোনাস ও বেতনের আংশিক টাকা দিয়ে নিজ গ্রামের ২০টি পরিবার ও কুমিল্লার ৭টি পরিবারে খাদ্য সংগ্রহের জন্য নগদ টাকা দিয়েছি। আমি বিশ্বাস করি পুলিশের অন্যান্যরাও হতদরিদ্রদের পাশে এভাবে দাঁড়িয়েছেন।