‘মানবসেবা ফাউন্ডেশন লালমাই’র কমিটি গঠন

101

স্টাফ রিপোর্টার : কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান (শানিচোঁ) কে সভাপতি, মাহবুবুর রহমান (রাজশা) কে সিনিয়র সহ-সভাপতি, হাবিবুর রহমান হাফেজ (উত্তর বারাইপুর) কে সাধারণ সম্পাদক, মোজাম্মেল হোসেন মজুমদার ছাকিব (ভাটরা) কে সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহাম্মদ আরিফুর রহমান (শানিচোঁ) কে সাংগঠনিক সম্পাদক করে মানবিক ও সামাজিক সংগঠন ‘মানবসেবা ফাউন্ডেশন লালমাই’ এর ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরি কমিটি গঠন করা হয়েছে।


নবগঠিত কমিটিতে মোহাম্মদ আবুল কাশেম (কাঁকসার), মিজানুর রহমান ভুঁইয়া (পাড়বাইন), আমির হোসেন (মোস্তফাপুর), মোহাম্মদ কাজী কাজল (বাগমারা), মোরশেদ আলম (আজবপুর), মহিভ উল্যাহ (নাগরীপাড়া), মোহাম্মদ সুমন মিয়া (কাঁকসার), মোহাম্মদ ইকবাল হোসেন (জয়নগর), মোহাম্মদ আবদুল করিম (কাঁকসার), মোহাম্মদ গোলাম রহমান জোটন (মগের কলমিয়া), মোহাম্মদ আবু হান্নান (কাঁকসার), মোহাম্মদ টিপু সুলতান (কাঁকসার) ও বাহার মজুমদার (কাঁকসার) কে সহ-সভাপতি করা হয়েছে। কমিটিতে শামীম খান তাহমিদ (উত্তর হাজাতিয়া), মোহাম্মদ জসিম উদ্দিন (কাঁকসার) ও মোহাম্মদ মাসুদ করিম (জগতপুর) কে সহ-সাধারণ সম্পাদক করা হয়েছে। সাইফুল ইসলাম (ভুলইন মধ্যম পাড়া) ও মোহাম্মদ জাফর আহমেদ (শিকারীপাড়া) কে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। মোহাম্মদ নাছির উদ্দিন (জগতপুর) ও মোহাম্মদ ইমাম হোসেন (শানিচোঁ) সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
কমিটিতে অন্য নেতারা হলেন: প্রচার সম্পাদক হানিফ আহমেদ (কনকশ্রী), সহ-প্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন (উজালিয়া), কোষাধ্যক্ষ অহিদুর রহমান (কাঁকসার), সহ-কোষাধ্যক্ষ মনির হোসেন (সাধুর কলমিয়া), দপ্তর সম্পাদক রিয়াজ আলম (ভৈরবপুর), সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ সাকিব (কাঁকসার), সমাজকল্যাণ সম্পাদক মাশরুক আলম অভি (বেতাগাঁও), সহ-সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন (পরতি), আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান (জয়নগর), সহ-আইন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন জুয়েল (জামুয়া), স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা: আবু সালেহ রনি (ছোট শরীফপুর), সহ-স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক ডা: জোবায়ের হোসেন (পরতি), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম (শানিচোঁ), সহ- ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ শামীম (শিকারীপাড়া), ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক গোলাম আজম মজুমদার শাহপরান (ভাটরা), সহ-ত্রাণ ও পুর্ণবাসন বিষয়ক সম্পাদক রায়হানুল ইসলাম রাজু (উত্তর ছিলোনিয়া), শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন (জয়নগর), সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মামুন (ভুশ্চি), পরিবেশ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন (বেলঘর), সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ চারু মিয়া (বাগমারা), তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মামুনুর রশীদ (কাঁকসার), সহ-তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সুমন মিয়া (মগের কলমিয়া), দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ জামাল হোসেন (শানিচোঁ), সহ-দুর্যোগ ও ব্যবস্থাপনা সম্পাদক মোহাম্মদ স্বপন (শানিচোঁ)।
কার্যকরি কমিটির সম্মানিত সদস্যরা হলেন: মোহাম্মদ হারুনুর রশিদ (কাঁকসার), কাজী সাইমুন আলম (উত্তর বারাইপুর), সাইফুল ইসলাম (উন্দানিয়া), মাহফুজুর রহমান (চন্দ্রপুর), কামরুল হাসান সুজন (ধানোড়া), মোহাম্মদ বিল্লাল হোসেন ফরায়েজী (জয়নগর), মোহাম্মদ সোহাগ (জয়নগর), মোহাম্মদ ইলিয়াছ হোসেন (শানিচোঁ), জুনায়েদ শিবলী (শানিচোঁ), মোহাম্মদ শাহরিয়ার মজুমদার (কাঁকসার) ও মোহাম্মদ রুবেল (শানিচোঁ)।