মানবতার কল্যাণ তহবিল’র উদ্যোগে আমুয়ায় ঈদ উপহার বিতরণ

180

ভুলইন দক্ষিণ সংবাদদাতা ।। লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ‘মানবতার কল্যাণ তহবিল’ এর উদ্যোগে ৭ মে শুক্রবার (২৪ রমজান) ইউনিয়নের ১নং ওয়ার্ডের আমুয়ায় হতদরিদ্র ৬১ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ও স্বাস্থ্য বিধি মেনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির সমন্বয়ক ও ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক প্রভাষক আমান উল্যাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক বৃহত্তর ভুলইন ইউনিয়ন ছাত্রলীগের সফল সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়াত উল্লাহ, আব্দুল মালেক মজুমদার, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালেহ আহম্মেদ রাসেল, বৃহত্তর ভুলইন ইউনিয়ন যুবলীগের সাবেক সেক্রেটারী ফরিদ আহমেদ ও ইউপি মেম্বার আব্দুল আওয়াল।

প্রধান অতিথি মিজানুর রহমান মজুমদার বলেন, ‘মানবতার কল্যাণ তহবিল’র ন্যায় আমাদের সকলকে সামর্থ্য অনুযায়ী মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাগমারা দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল হান্নান মিয়াজি, বেলঘর দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ মিয়াজি, ছোট শরীফপুর ডিগ্রি কলেজ শাখার আহ্বায়ক ফয়সাল মাহমুদ, ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক ফরহাদ হোসেন, মাছুম বিল্লাহ, রাসেল আহমেদ, যুবলীগ নেতা আমির হোসেন, আব্দুল হালিম, আতিকুর রহমান মিন্টু, সবুজ আহমেদ, ইমান হোসেন, মনির হোসেন, মীর হোসেন, শাকিল ইসলাম, শাহিন, শামীম, শাহ জালাল প্রমুখ।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন পরতি ফাযিল ডিগ্রি মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক মাওঃ আবুল বাশার।