মাদার তেরেসা এ্যাওয়ার্ড পেলেন মিজান মজুমদার

205

স্টাফ রিপোর্টার ।। শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া ভারতের মাদার তেরেসা তার পুরোটা জীবনই উৎসর্গ করেছেন বিশ্বমানবতার সেবায়। সকলের মাঝে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমৃত্যু কাজ করেছেন তিনি। তাঁর এই শান্তির বার্তাকে ধারন করে সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, লালমাই উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মানবতার ফেরিওয়ালা খ্যাত আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার কে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০২১ প্রদান করা হয়েছে। গত ১৫ মার্চ ঢাকাস্থ পল্টন টাওয়ারের ইকোনোমিক রিপোর্টারস ফোরাম মিলনায়তনে মাদার তেরেসা স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মিজান মজুমদারকে এই এ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির শ্রেষ্ঠ আবিষ্কার। তিনি মন্ত্রীর হয়ে দলের নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে থাকেন। লালমাই উপজেলার প্রায় সকল ধর্মীয় প্রতিষ্ঠানে তার আর্থিক অনুদান পৌঁছেছে। বিশেষ করে তিনি অসুস্থ ও বিপদগ্রস্থদের আর্থিক সহায়তা করেন। গত ৬/৭ বছরে তার কাছে চেয়ে সহায়তা পায়নি এমন ঘটনা একটিও নেই।