মাদক নির্মূলে প্রশাসনের সহায়তা চান ৫ ইউপি চেয়ারম্যান

133

স্টাফ রিপোর্টার ।। দায়িত্ব গ্রহনের ২য় দিনেই মাদক ও জুয়ার বিরুদ্ধে লড়াই করার ঘোষনা দিয়ে প্রশংসা কুড়িয়েছেন লালমাই উপজেলার নবনির্বাচিত ৫ ইউপি চেয়ারম্যান এমরান কবির, মুজিবুর রহমান, আবদুল মালেক, লেয়াকত হোসেন ও খন্দকার সাইফুল্লাহ। ২৮ ফেব্রুয়ারি (সোমবার) সকালে উপজেলা মিলনায়তনে লালমাই উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় নিজ নিজ বক্তব্যে তারা এই ঘোষনা দেন। নবনির্বাচিত চেয়ারম্যানদের এমন বক্তব্যে সন্তোষ প্রকাশ করেছেন উপস্থিত কমিটির সদস্যরা।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতেই মাসিক আইন শৃঙ্খলার চিত্র তুলে ধরেন লালমাই থানা’র পরিদর্শক তদন্ত শেখ মাহমুদুল হাসান রুবেল। এরপরই নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানরা মাদকের বিরুদ্ধে তাদের শক্ত অবস্থান প্রকাশ করেন।
মাদক ও জুয়া বন্ধ করা প্রসঙ্গে পেরুল দক্ষিণ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার সাইফুল্লাহ বলেন, আমার পেরুল দক্ষিণ ইউনিয়নের একটা গ্রাম আছে। যার নাম ফাজিলপুর। এটা আমাদের আইন-শৃংখলা বাহিনী জানে। আমার দেখা মতে তারা (পুলিশ) কয়েকবার গেছে, এটা বন্ধ করতে পারেনি। তারা (ফাজিলপুরের মাদক ব্যবসায়ীরা) দূধর্ষ। ওই জায়গার মহিলাগুলো খুব খারাপ। পুলিশের যারাই গেছে আসামী ধরতে ওই গ্রামের মহিলারা রাস্তায় বের হয়ে আসে। লাঠি সোটা নিয়া। ওদের ব্যবহার খুব খারাপ। আমাদের পুরো ইউনিয়নের মধ্যে শুধু ফাজিলপুর গ্রামেই মাদকদ্রব্য বিক্রি হয়। আমি লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও লালমাই থানার অফিসার ইনচার্জ মহোদয় কে অনুরোধ করতেছি, ফাজিলপুর গ্রামে যেভাবে হোক যেন মাদক বিক্রি বন্ধ করা হয়।
বেলঘর উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ আবদুল মালেক বলেন, আমার বেলঘর উত্তর ইউনিয়নের বিভিন্ন গ্রামের দোকানে ও বাজারে রাতে ক্যারাম বোর্ড খেলা চলে। সেখানে মাদক বিক্রিও চলে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা রাত ১০টার পর সাদা পোশাকে কয়েকটি স্পটে গেলেই দেখবে, সামনে দোকান পিছনে ক্যারাম। সেখানে গোপনে চলে মাদক সেবন ও বিক্রি। আমি চাই আমার বেলঘর উত্তর ইউনিয়ন কে মাদকমুক্ত করতে। সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
ভুলইন উত্তর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমরান কবির বলেন, আমার ইউনিয়নটি ভারতীয় সীমান্ত থেকে বেশি দূরে নয়, কাছাকাছি। মাদক পাচারের জন্য আমার ইউনিয়নের কয়েকটি রোড ব্যবহার করা হয়। যারা মাদক সেবন ও বিক্রি করে তাদের একটা কৌশল আছে। তারা দোকান ঘরের পিছনে ক্যারাম খেলে । পাশাপাশি মাদক ক্রয় বিক্রয়ও করে। আইন শৃংখলা বাহিনী যেন বিষয়টিতে নজর দেয়। মাদকাসক্তদের আমরা চিহিৃত করে নিরাময় কেন্দ্রে নিয়ে সুস্থ করতে পারবো। কিন্তু মাদক বিক্রি বন্ধ না করতে পারলে ভুলইন উত্তরকে মাদকমুক্ত করতে পারবো না।
ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, আমার ইউনিয়নের পরতি, ছোটতুলা, চেঙ্গাহাটা গ্রামে মাদকের তিনটা স্পট আছে। স্পট গুলোতে মাদক সেবন ও ক্রয় বিক্রয় চলে। নিশ্চয় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা বিষয়টি অবগত আছেন। আমি আশা করবো ইউএনও মহোদয় লালমাই থানার ওসি মহোদয় কে বলে ভুশ্চি বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ কে দিয়ে মাদক স্পট গুলোতে অভিযানের ব্যবস্থা করবেন। আমার এলাকার উঠতি বয়সীরা মাদকাসক্ত হয়ে যাচ্ছে।
বেলঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান লেয়াকত হোসেন বলেন, আমার ইউনিয়নে মাদক সেবনের পাশাপাশি টাকার বিনিময়ে ক্যারাম ও লুডু খেলা বেশি চলে। কিশোর তরুণরা এসবে জড়িয়ে পড়ছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।
এছাড়া আরো বক্তব্য রাখেন লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, লালমাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রওনাক জাহান, ভুলইন দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, পেরুল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল বাশার।
আইন শৃংখলা কমিটির সভায় আরো অংশগ্রহন করেন লালমাই উপজেলা সহকারি কমিশনার (ভুমি) নাছরিন আক্তার, লালমাই উপজেলা কৃষি অফিসার জুনায়েদ কবির খান, লালমাই উপজেলা প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, উপ-সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকসানা আক্তার, বাগমারা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম খোরশেদ আলম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সাইফুল ইসলাম, অধ্যক্ষ আবুল কালাম মজুমদার মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমিনুল হক, ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মোঃ মাহবুবুর রহমান, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, ইউপি মেম্বার ও নারী নেত্রী বিউটি রানী সিংহসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংবাদকর্মীগণ।