মহানবী (সাঃ) এর ব্যাঙ্গচিত্রের প্রতিবাদে বরুড়ার বাতাইছড়ি নতুন বাজারে বিক্ষোভ মিছিল 

232

আরাফাত হোসেন ।।  ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ(সাঃ)এর নামে ব্যাঙ্গচিত্র ও কটুক্তি করায় বরুড়া উপজেলার কওমী সংগঠন বাতাইছড়ি বাজারের উদ্যেগে গত ৬ নভেম্বর শুক্রবার দুপুর ২টায় ভবানীপুর ইউনিয়নের বাতাইছড়ি নতুন বাজারে ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাতাইছড়ি বাজারের বিভিন্ন মসজিদের সমস্ত মুসল্লিদের নিয়ে বাতাইছড়ি পুরো বাজারে একত্রিত হন।

এতে সভাপতিত্ব করেন ভবানীপুর মাদ্রাসার মোহতামিম মাওলানা মোহাম্মদ আবদুস সোবহান, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল হক রেজু, প্রধান বক্তা ছিলেন, বরুড়া আল- জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি মুহাম্মদ সালমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতী জহিরুল ইসলাম, বিশেষ বক্তা ছিলেন হুরুয়া মাদ্রাসার মোহতামিম মুফতী অাহমদ উল্লাহ, বিক্ষোভ মিছিল পরিচালনায় ছিলেন পল্লী চিকিৎসক মুহাম্মদ জসিম উদ্দিন, নাসির উদ্দীন, মাওলানা সানাউল্লাহ, মাওলানা মাহবুব আলম, হাজী অাবুল কাশেম, এতে এলাকায় বিভিন্ন মসজিদের মুসল্লীবৃন্দরা উপস্থিত ছিলেন।

এই সময় বক্তরা বলেন ফ্রান্সের প্রেসিডেন্টকে প্রত্যাহার করতে হবে। মহানবী হযরত মোহাম্মদ (সাঃ)কে সম্মান করতে হবে। ফ্রান্সের পন্য বয়কট করতে হবে। তাদের পন্য গ্রহন করা যাবে না। তাকে শাস্তির আওতায় আনতে হবে।