স্টাফ রিপোর্টার ।। লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: মহব্বত আলীর পর তার স্ত্রী কোহিনুর (২৮), শিশু পুত্র আবদুল্লাহ আল ওয়ালি (৩) ও গৃহকর্মী সুমন (১৪) করোনায় আক্রান্ত হয়েছেন। ৩১ মে রবিবার দুপুরে তাদেরসহ লাকসামে নতুন ১৬ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে।
এর আগে গত ২৬ মে ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর করোনা পজিটিভ রিপোর্ট আসায় ২৭ মে তার স্ত্রী, দুই পুত্রসহ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে করোনা র্যাপিড রেসপন্স টিম।
এছাড়া লাকসাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মচারী স্বপন চন্দ্র দাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর পরিবারের সদস্য ও লাকসাম বাজারের দুই সহোদর ব্যবসায়ীও করোনায় আক্রান্ত হয়েছেন।
লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আবদুল আলী বলেন, ৩১ মে পর্যন্ত লাকসামে মোট আক্রান্ত ৬৬ জন। মারা গেছে ১ জন। সুস্থ হয়েছেন ১৩ জন।
উল্লেখ্য লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী করোনা কালে খাদ্য সামগ্রী বিতরণসহ জনসেবায় সক্রিয় ছিলেন। করোনায় আক্রান্তদের তিনি নিয়মিত খোঁজ খবর নিতেন। করোনা পজেটিভ হলেও বর্তমানে তিনি নিজে, তার স্ত্রী ও পুত্রের শারীরিক অবস্থা ভাল রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।