রিয়াজ উদ্দিন ।। সড়কের চেয়ে ড্রেন উচু হওয়ায় লালমাই উপজেলার ভুশ্চি বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। একদিন বৃষ্টি হলে টানা এক সপ্তাহ পানি জমে থাকে। দীর্ঘ এক বছর ধরে বাজারের বাগমারা সড়কে এ অবস্থা চলছে। সড়কের পশ্চিম পাশে পঁচা ময়লা পানি জমে থাকায় ক্রেতাদের চলাচলে বিঘ্ন ঘটছে। সমস্যাটি দেখেও স্থানীয় ইউনিয়ন পরিষদ বা সংশ্লিষ্টরা কোন ব্যবস্থা নেয়নি।
ভুশ্চি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন মজুমদার বলেন, বাজারে এভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছে। তাছাড়া পঁচা পানিতে রোগ জীবানু ছড়াতে পারে। যতদ্রুত সম্ভব পানি নিষ্কাষনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
ভুশ্চি বাজারে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা
ড্রেন উচু, সড়ক নিচু