রিয়াজ উদ্দিন।। ‘করোনা থেকে সাবধান, তিন ফুট দূরত্বই সমাধান’ এবং ‘করোনা থেকে সাবধান, মাস্ক পরলে সমাধান’ এই স্লোগানকে ধারণ করে রবিবার সকালে কুমিল্লার লালমাই থানাধীন ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উদ্যোগে ভুশ্চি বাজারে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় ভুশ্চি বাজার জিরো পয়েন্টে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইনের মাধ্যমে পথচারী ও রিক্সা চালকদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহসহ পুলিশ কর্মকর্তা ও বাজারের ব্যবসায়ীবৃন্দ।