ভুশ্চি অক্সিজেন হোম উদ্বোধন

167

লালমাই বার্তা ডেস্ক।। অতিমারী করোনাকালে ভুশ্চিবাসী (ভুলইন দক্ষিণ ইউনিয়নবাসী) কে জরুরী অক্সিজেন সেবা দিতে যাত্রা শুরু করেছে ভুশ্চি ইমারজেন্সি অক্সিজেন হোম। ৩০ জুলাই বিকালে ভুশ্চি পশ্চিম বাজারে স্বাস্থ্য বিধি মেনে আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছাসেবী সংগঠনটির কার্যক্রম উদ্বোধন করেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার অজিত দেব ও লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, লালমাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভুশ্চি অক্সিজেন হোম’র তত্বাবধায়ক হুমায়ুন কবির মজুমদার, প্রভাষক আমান উল্যাহ আমান, ইউনিয়ন যুবলীগের আহবায়ক হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক কামরুজ্জামান, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের আহবায়ক ফয়সাল মাহমুদ ও ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনসহ স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীবৃন্দ। এছাড়া সংগঠনটির সমন্বয়ক ওমর ফারুকের পিতা আলহাজ্ব নুরুল ইসলাম ও সংগঠনের অন্যতম ডোনার কালাম মজুমদারের পিতা আলহাজ্ব করিম মজুমদারও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনার ভয়াবহতার উপলব্ধি থেকে নিজের এলাকাবাসীকে অক্সিজেন সেবা দিতে লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের কাঁছিয়াপুকুরিয়া গ্রামের বাহরাইন প্রবাসী ওমর ফারুক কয়েকদিন পূর্বে ভুশ্চি ইমারজেন্সি অক্সিজেন হোম নামে একটি ফেসবুক গ্রুপ চালু করেন। চাকরির পাশাপাশি তিনি নিজেই গ্রুপটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব নেন। গ্রুপের অক্সিজেন সেবা কার্যক্রমের সার্বিক তত্বাবধানে রয়েছেন ছোট শরীফপুর ডিগ্রী কলেজের হিসাব রক্ষক  হুমায়ুন কবির মজুমদার ও প্রভাষক আমান উল্যাহ আমান। স্বেচ্ছাসেবী গ্রুপটির পাশে দাঁড়িয়েছেন ভুশ্চি অঞ্চলের প্রবাসী, চাকরিজীবি, শিক্ষক, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। প্রাথমিকভাবে সংগঠনটির ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ১৫টি অক্সিমিটার রয়েছে। প্রস্তুত রয়েছে ১০জন প্রশিক্ষণপ্রাপ্ত স্বেচ্ছাসেবক।

অক্সিজেন সেবা নিতে যোগাযোগ করুন

হেল্পলাইন: ০১৭১৯-১৪৬২৬৩ (স্বেচ্ছাসেবক)

প্রধান সমন্বয়ক: ওমর ফারুক (০০৯৭৩-৩৩২৭২৫৭১/ইমু/হোয়ার্টসঅ্যাপ)

সার্বিক তত্বাবধানে
১। হুমায়ুন কবির মজুমদার: ০১৮৭১৫৫৪৮৭৬ (বিকাশ)
২। প্রভাষক আমান উল্যাহ আমান: ০১৭৩৩-৮৫৪৩৪৪