ভুলইন দক্ষিণ সংবাদদাতা ।। গত ৩১শে মার্চ বুধবার লালমাই উপজেলার প্রাণ কেন্দ্র স্থানীয় ভুশ্চি বাজারে আইএফআইসি ব্যাংকের উপ-শাখার শুভ উদ্বোধন করা হয়েছে । আইএফআইসি ব্যাংক ভূশ্চি বাজার উপ-শাখার ইনচার্জ হাসনান ইমতিয়াজের সঞ্চালনায় ও মিয়াবাজার শাখা’র ব্যবস্থাপক মোঃ তারেক হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন লালমাই উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাসুদুর রহমান ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদার, ভুশ্চি বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুল ইসলাম, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মজুমদার, ছোট শরীফপুর উচ্চ বিদ্যালয়ের কো-অপ্ট সদস্য ফরিদ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল মালেক ও মজুমদার এয়ার ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপনা পরিচালক ছায়েদুল হক মজুুমদার প্রমুখ।


অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মোহাম্মদ শাহজাহান মজুমদার বলেন, বাংলাদেশের সরকারি বেসরকারি অনেক ব্যাংকের সাথে আমি ব্যবসায়িক লেনদেন করি কিন্তু আই এফ আই সি ব্যাংক সকল ব্যাংকগুলোর মধ্যে অন্যতম।