ভুলইন দক্ষিণ সংবাদদাতা ।। লালমাই উপজেলার ভুলইন দক্ষিণ ইউনিয়নের ভুলইন কাছারি বাজারস্থ ৮০তম বড় শাফা খতম ২১ মার্চ অনুষ্ঠিত হয়েছে। সহ¯্রাধিক প্রবীণ নবিন আলেমের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে খতমে তাহলীল, দোয়া ইউনুস, খতমে কুরআন, আয়াতে শিফা, খতমে খাজেগান, সাত সালাম আলোচনা, মিলাদ, ক্বিয়াম মুনাজাত, খাওয়া দাওয়া ও হাদিয়া বিলির মধ্য দিয়ে শাফা খতম সমাপ্ত হয়। খতম শেষে মুনাজাত পরিচালনা করেন মীরশরাই দরবার শরীফের পীরজাদা হাফেজ মাওঃ শাহ মেছবাহুল ইসলাম লতিফী।
খতমে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন গৈয়ার ভাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ লোকমান হাকিম।
আলোচনা করেন পরতী ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আব্দুর রব, ভুশ্চি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ আবু তাহের রহমতপুর, পরতী ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মাওঃ আবুল বাশার আতিকী, ভুশ্চি হাবিবীয়া মহিলা আলিম মাদরাসার আরবি প্রভাষক রবিউল আলম, প্রবীন আলেমে দ্বীন মাওঃ ছিদ্দিকুর রহমান (মাতাইকোট), হাটিরলোটা মহিলা মাদরাসার সুপার মাওঃ মাসুদুর রহমান, বাগমারা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওঃ হানিফ ছিদ্দিকী প্রমুখ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খতম কমিটির সাধারণ সম্পাদক, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক, ভুশ্চি বাজার পরিচালনা কমিটির সভাপতি রুহুল আমিন মজুমদার।
খতমে অংশগ্রহন করেন লালমাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জনাব মিজানুর রহমান মজুমদার, লালমাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইব্রাহিম খলিল মজুমদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, ভুলইন দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক, ভুলইন দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব আলী, ভুলইন দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের প্রভাষক আমান উল্যাহ আমান, ভুলইন দক্ষিণ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেন প্রমুখ।