সংবাদদাতা: ২৯ মে (রোববার) বিকালে হাজতখোলা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ভুলইন উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুর রহিমের সভাপতিত্বে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক আয়াত উল্যাহ, আমির হোসেন ও আবদুল মালেক মজুমদার।
ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান এমরান কবিরের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা আওয়ামীলীগ মাষ্টার জয়নাল আবদীন, রুহুল আমিন, আবু তাহের রনি, আওয়ামীলীগ নেতা আবদুল মমিন, আমির হোসেন মেম্বার, ছাত্রলীগ নেতা সোহেল রানা, ইফতেখার অমিতসহ আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় সিদ্ধান্ত হয়, দ্রুত সময়ে সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামীলীগের কমিটি পূর্নগঠন করা হবে।