স্টাফ রিপোর্টার: লালমাই উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের আবুল হাসেমের নবনির্মিত টিনসেট বাড়ি ভাংচুরের ঘটনায় প্রধান আসামী আবুল বাসার কে গ্রেফতার করেছে লালমাই থানা পুলিশ।
জানা যায়, পেরুল দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মৃত আনা মিয়ার ছেলে আবুল হাসেম (৪৮) এর সাথে একই গ্রামের মৃত বজলুল রহমানের ছেলে আবুল বাসার (৫০) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এসব বিরোধের ঘটনায় আদালতে মামলা হয়েছিল। গত ২৯ মে (রোববার) বিরোধপূর্ণ সেই জমিতে টিনসেট বাড়ি নির্মাণ করে আবুল হাসেম। পরদিন ৩০ মে (সোমবার) ভোরে টিনসেট বাড়িটি ভাংচুর করে কতিপয় র্দূবৃত্ত। এঘটনায় আবুল হাসেম বাদী হয়ে লালমাই থানায় ১৫জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১০/১২জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পুলিশ ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেফতারে অভিযান শুরু করে। সর্বশেষ ৩১ মে রাতে লালমাই থানা পুলিশ অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী আবুল বাসার কে গ্রেফতার করে।