স্টাফ রিপোর্টার ।। অসুস্থ হয়ে গত দুই মাস যাবত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন ওমর ফারুক। আশা ছিল সুস্থ হয়ে বাড়ি ফিরবেন। কিন্তু তার আর সুস্থ হয়ে ওঠা হয়নি। উল্টো ধরা পড়েছে ব্লাড ক্যান্সার।
ওমর ফারুক কুমিল্লা সি.সি.এন. পলিটেকনিক ও ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সাবেক শিক্ষার্থী। তিনি ‘ওফা ইয়াদ’ নামে সোস্যাল মিডিয়ায় লেখালেখি করেন। তার বাবার নাম আবুল কালাম। বাড়ী কুমিল্লার লালমাই উপজেলার পেরুল উত্তর ইউনিয়নের কাঁকসার। তার দুই বছর বয়সী এক মেয়ে রয়েছে। তিনি একজন ল্যাবরেটরি টেকনোলজিস্ট। চাকরি করেন কুমিল্লার মনিপাল এএফসি হাসপাতালে। স্বেচ্ছায় রক্তদানকারীদের নিয়ে গড়ে তুলেছেন ‘ব্লাড ফর লাইফ’ নামের একটি সংগঠন। গত বছরের ২৬ ডিসেম্বর তার ব্লাড ক্যানসার ধরা পড়ে। তিনি দীর্ঘদিন ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. টিটো মিয়ার অধীনে চিকিৎসা নেন। বর্তমানে চিকিৎসকরা ওমর ফারুককে ভারতে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তাকে বাঁচানোর জন্য তামিলনাড়ুর সিএমসি হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে। কিন্তু তার এই চিকিৎসার জন্য প্রায় ৮-১০ লাখ টাকা প্রয়োজন। যা তার নিম্ন-মধ্যবিত্ত পরিবারের পক্ষে সংগ্রহ করা প্রায় অসাধ্য। তাই নিরুপায় হয়ে ওমর ফারুকের পরিবার সবার কাছে সাহায্যের আবেদন করেছে। সবার সাহায্যে হয়তো তিনি আবার আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসবেন।
আর্থিক সহায়তা পাঠানোর ঠিকানা: ব্যাংক একাউন্ট: ০১৭১২৬০০৮২৫২১, ওমর ফারুক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, কুমিল্লা শাখা। বিকাশ ও নগদ: ০১৭২১৫৩২৪৯৪ (পার্সোনাল)।