ভুলইন উত্তর সংবাদদাতা ।। ‘সংকটময় এই মুহূর্তে ছড়িয়ে পরেছে দারিদ্র্যতা, তাই চলমান এই শীতকালে বিলিয়ে দিতে চাই উষ্ণতা’ এই স্লোগান কে সামনে রেখে সূদুর প্রবাসে অবস্থান করেও এতিম অসহায় শীতার্তদের পাশে এসে দাঁড়ানোর দৃষ্টান্ত স্থাপন করেছেন লালমাই উপজেলার ভুলইন উত্তর ইউনিয়নের বেতাগাঁও গ্রামের আবদুল ওহাব ডিলারের ছেলে সৌদি আরব প্রবাসী মোশারফ হোসেন। গত ২৩ ডিসেম্বর বুধবার বিকেলে প্রবাসী মোশারফ হোসেনের ব্যক্তিগত অর্থায়নে বেতাগাওঁ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মাঠে বিভিন্ন মাদ্রাসায় অধ্যায়নরত এতিম অসহায় ছাত্রদের ও ৪নং ওয়ার্ডের অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। প্রবাসী মোশারফ হোসেনের পিতা আব্দুল ওহাব ডিলার এর সভাপতিত্বে ও উত্তর ভূলইন ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল এর সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন ভূলইন উত্তর ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক বিল্লাল হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, মরহুম হাজী আব্দুর রশিদ ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল জলিল সওদাগর, মাইন উদ্দিন, যুবলীগ নেতা সোহেল রানা, মোশারফ হোসেন, আবদুল কুদ্দুস, হোসেন রাজু, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার অমিত ভূঁইয়া, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ওয়াদুদ, সাধারণ সম্পাদক আরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল হক ভূঁইয়া, মোঃ রিপন, রুহুল আমিন প্রমুখ। রেমিট্যান্স যোদ্ধা মোশারফ হোসেন দীর্ঘদিন ধরে ‘আমরা অসহায়ের পাশে হোয়াটসঅ্যাপ গ্রুপ’ নামে নিজ এলাকাসহ বিভিন্ন এলাকার গরীব ও অসহায়দের সহায়তা করে আসছেন। করোনাকালে ভুলইন উত্তর ইউনিয়নের সহ¯্রাধিক মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছেন। অনেক অসহায় পরিবারকে পানির টিউবওয়েল বসিয়ে দিয়েছেন। কয়েকজনকে ঘরের টিন দিয়েছেন।