স্টাফ রিপোর্টার ।। করোনা ভাইরাসে আক্রান্তদের সেবা দিতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির উদ্যোগে ও আবুল খায়ের গ্রুপের সহযোগিতায় লালমাই উপজেলার বাগমারা ২০ শয্যা হাসপাতালের ২য় তলায় ২টি আইসিইউ শয্যা, ২টি হাইপ্লো নেজাল ক্যানুলা, ৩টি অক্সিজেন কনসেন্ট্রোটর, ১টি বাইপেপ ভেন্টিলেটর, ১টি সিপেপ ভেন্টিলেটর, ১২টি সিলিন্ডার সম্বলিত সেন্ট্রাল অক্সিজেন, ইসিজি ও এক্সরে মেশিন, ১০টি অত্যাধুনিক পেশেন্ট মনিটর, ১টি অটোক্ল্যাভ মেশিন, ১টি ল্যারিংগোস্কোপ, ২টি বৈদ্যুতিক সাকার মেশিন ও ১০টি স্পেশাল শয্যা স্থাপন করা হয়েছে। এছাড়া করোনা আক্রান্তদের জন্য হাসপাতালের নিজস্ব উদ্যোগে ১২ শয্যার আইশোলেশনও প্রস্তুত করা হয়েছে।
শনিবার সকালে বাগমারা হাসপাতালের আরএমও ডা: আনোয়ার উল্যাহ’র সভাপতিত্বে আইসিইউ স্থাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অর্থমন্ত্রীর ছোট ভাই, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, লালমাই থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আইয়ুব, লালমাই সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম। সভায় উপস্থিত ছিলেন লালমাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমিনুল হক, লালমাই উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল মতিন মোল্লা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদুর রহমান ভুঁইয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো: আয়াত উল্লা, ভুলইন উত্তর ইউপি চেয়ারম্যান আবদুর রহিম, বাকই উত্তর ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, আবুল খায়ের গ্রুপের সিনিয়র ম্যানেজার শাহ আলম, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, লালমাই উপজেলা যুবলীগের আহবায়ক আবদুল মোতালেব, বাগমারা উত্তর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা এমদাদুল হক মজুমদার, মিজানুর রহমান, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সঞ্জয় শর্মা, উপজেলা যুবলীগ নেতা ও লালমাই ক্লাব’র সভাপতি কাজী কামরুল হাসান ভ্টুু, বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবলীগের আহবায়ক কাউছার মোর্শেদ মজুমদার, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মোহন, বাগমারা উত্তর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাগমারা উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল ইসলাম রাব্বি প্রমুখ।
সভায় বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম ঘোষনা করেন, মন্ত্রী মহোদয়ের নির্দেশে হাসপাতালে আইসিইউ সেবা চালু করতে কাজ করতেছি। জনবল সংকট নিরসনে করোনাকালীন আমি ২জন আয়া ও ২জন ওয়ার্ড বয় দিয়ে সার্ভিস দিবো।
করোনার নমুনা সংগ্রহ শীঘ্রই চালু করার আশ্বাস দিয়ে আরএমও ডাঃ আনোয়ার উল্যাহ বলেন, আপনারা (উপস্থিত নেতৃবৃন্দ) সংগ্রহকৃত করোনার নমুনা কুমিল্লা মেডিকেল কলেজে পৌঁছে দিতে একজনকে দিয়ে পরিবহন সহায়তা করতে হবে। এই প্রস্তাবে সিনিয়র নেতৃবৃন্দ কেউ রাজি না হলেও উপজেলা যুবলীগ নেতা কাজী কামরুল হাসান ভুট্টু একবাক্যে সম্মতি দেন। এসময় ভুট্টুকে সহায়তার আশ্বাস দেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আয়াত উল্লা।
প্রস্তুতি সভায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারওয়ার ও লালমাই থানার অফিসার মোহাম্মদ আইয়ুব নিজ বক্তব্যে আইসিইউ সেবা চালু করার উদ্যোগ নেওয়ায় অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির প্রতি কৃতজ্ঞতা জানান এবং হাসপাতালের যে কোন প্রয়োজনে পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য ২০১৭ সালের ২৬ ফেব্রুয়ারি প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও বর্তমান অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপি বাগমারা ২০ শয্যা হাসপাতাল উদ্বোধন করেন। দীর্ঘ ৪ বছর অতিবাহিত হলেও জনবল সংকটের কারনে হাসপাতালটিতে ইনডোর সেবা চালু করা সম্ভব হয়নি। তবে করোনা রোগীদের সেবায় আগামী এক সপ্তাহের মধ্যে আইসিইউ সেবা চালু করতে হাসপাতাল কর্তৃপক্ষ জোর চেষ্টা চালাচ্ছেন।