স্টাফ রিপোর্টার : শতবর্ষ পার করছে লালমাই উপজেলার ঐহিত্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাগমারা উচ্চ বিদ্যালয়। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অনেক আলোকিত মানুষ ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠের শিক্ষার্থী ছিলেন। শনিবার (১৯ মার্চ) দিনভর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন করা হয়েছে। এ সময় বিদ্যালয়ের নবীন-প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে যেন সেতুবন্ধন তৈরি হয়।
শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য আ হ ম মুস্তফা কামাল। শনিবার বিকেলে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘এই স্কুলের সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। সে সময়ের দিনগুলো এখনো মনে পড়ে। আমার ইচ্ছে করছে আবারও স্কুলে ভর্তি হতে। ইচ্ছে করছে আবারও স্কুলে যেতে। ‘
মন্ত্রী বলেন, ‘বাঙালি জাতির স্বপ্নসাধ পূরণের মাস অগ্নিঝরা মার্চ। এবারের মার্চের আলাদা তাৎপর্য রয়েছে। মুজিববর্ষ, স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণ জয়ন্তীর এই মার্চ সারা বিশ্বে বঙ্গবন্ধু ও বাংলাদেশকে উন্নীত করেছে এক আলোকিত সা¤্রাজ্যে। এমনই সময়ে আমাদের বাগমারা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন, এটা সত্যিই আনন্দের। বাগমারা উচ্চ বিদ্যালয় শতবর্ষের আলো ছড়ানো একটি শিক্ষাপ্রতিষ্ঠান। এ বিদ্যাপীঠের শিক্ষার্থীরা সমাজকে আলোকিত করে চলেছেন। শিক্ষা, চিকিৎসা, প্রশাসন, রাজনীতি, ব্যবসাসহ রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এ বিদ্যালয়ের শিক্ষার্থীদের গৌরবোজ্জ্বল উপস্থিতি রয়েছে। ‘
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার।
যৌথভাবে সঞ্চালনা করেন শতবর্ষ উযযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম এবং উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ও কোসেপ্ট স্ট্রাকচার এন্ড বিল্ডার্স লি. এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন।
অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সামছুল হক, সাবেক অতিরিক্ত সচিব হারুন উর রশিদ, বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, একেএম আমিনুল ইসলাম সিএ, লালমাই সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আবদুল মমিন মজুমদার, বাগমারা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কুদরত উল্যাহ, নায়েমের সহকারি পরিচালক ড. মো: আয়েত আলী, বাগমারা উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মনির আহমেদ ও শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব শিল্পপতি মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।
আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক জামাল নাছের। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন, লালমাই উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরোজ, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার শুভাসীষ ঘোষ, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি দেবাশীষ ঘোষ, লালমাই থানার পরিদর্শক তদন্ত শেখ মাহমুদুল হাসান রুবেল ও লালমাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহজাহান মজুমদার।
অনুষ্ঠানে বক্তারা ঐতিহ্যবাহী বাগমারা উচ্চ বিদ্যালয়টিকে জাতীয়করণের জন্য অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান। পরে অর্থমন্ত্রী ঘোষণা দেন, বাগমারা উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কে একীভূত করে জাতীয়করণ করা হবে শীঘ্রই।
মিলনমেলায় লালমাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক, শিল্পপতি মামুন অর রশিদ, লালমাই প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, লালমাই সরকারি কলেজের পদার্থ বিজ্ঞানের প্রদর্শক অমর কৃষ্ণ বনিক, ডাঃ অমৃত কুমার দেবনাথ, ছোট শরীফপুর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, আর ডি রনি, বাগমারা উত্তর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, লালমাই উপজেলা যুবলীগের আহ্বায়ক আবদুল মোতালেব, পুলিশ সুপার (এসবি) মোহাম্মদ হায়াতুন্নবী, বিশিষ্ট শিল্পপতি সুমন আহমেদ হানিফ, কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চ মাধ্যমিক) মো: হাবীবুর রহমান, অর্থনীতিবিদ মোস্তফা সাজ্জাদ এফসিএ, শিক্ষা ক্যাডার কর্মকর্তা মো: আক্তার হোসেন, অর্থমন্ত্রীর পিও মিজানুর রহমান, উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক মাহবুব হোসেন সুমন, ডেন্টিস্ট মোহাম্মদ মফিজুল ইসলাম মুন্না, সততা ফার্নিচারের সত্বাধিকারী মোজাম্মেল হাসানসহ বিদ্যালয়ের ৩ সহ¯্রাধিক প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী অংশগ্রহন করেন।
শতবর্ষ উদযাপন উপলক্ষে বিদ্যালয়টির ১৫জন প্রধান শিক্ষক, ৪৬জন বীরমুক্তিযোদ্ধা ও বিদ্যালয়ের ৪১জন প্রতিষ্ঠাকালীন উদ্যোক্তাকে সম্মাননা স্বারক দেয়া হয়েছে। প্রধান শিক্ষকদের পক্ষে সম্মাননা স্বারক গ্রহন করেন সাবেক প্রধান শিক্ষক কুদরত উল্যাহ ও বর্তমান প্রধান শিক্ষক মনির আহমেদ। বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে সম্মাননা স্বারক গ্রহন করেন বীরমুক্তিযোদ্ধা শফিকুর রহমান ও আমিনুল হক। প্রাক্তন জৈষ্ঠ্য শিক্ষার্থী, ভাষা সৈনিক ও বীরমুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরীর সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন তাঁর সন্তান কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের। প্রাক্তন জৈষ্ঠ্য শিক্ষার্থী ও শতবর্ষ উদযাপনের প্রধান অতিথি অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এমপির পক্ষে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন মন্ত্রীর এপিএস কেএম সিংহ রতন। এছাড়া প্রতিষ্ঠানের এসএসসি-৯৯ ব্যাচের শিক্ষার্থীদের পক্ষ থেকে উদযাপন কমিটির আহবায়ক গোলাম সারওয়ার ও সদস্য সচিব কামাল হোসেনসহ নেতৃবৃন্দ কে শুভেচ্ছা ক্রেস্ট দেয়া হয়। এদিকে ২০ মার্চ সকালে শতবর্ষ উদযাপন কমিটির পক্ষে কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ আবদুস ছালামের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন কুমিল্লা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শহিদুল ইসলাম ও হাবিবুর রহমান।
প্রসঙ্গত, ১৯২১ সালে প্রতিষ্ঠিত বাগমারা উচ্চ বিদ্যালয় ২০২১ সালের প্রথম প্রহরে শতবর্ষে পদার্পণ করে।