বাগমারা বাজারে ড্রেন বন্ধ; পানি নিষ্কাশন ব্যাহত 

203

বাগমারা সংবাদদাতা।। লালমাই উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাগমারা বাজারের ২টি ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যাহত হচ্ছে। ড্রেনসহ যত্রতত্র ময়লা আবর্জনা জমে র্দূগন্ধ ছড়াচ্ছে। এতে ব্যবসায়ীসহ পথচারীদের মধ্যে জীবানু ছড়িয়ে বিভিন্ন রোগ ব্যাধি দেখা দিতে পারে।

বাজারের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, বাজারের জিরো পয়েন্ট হয়ে পূর্ব ও উত্তরাঞ্চলের বহুতল ভবন, মাছ বাজারসহ বিভিন্ন মার্কেট এর পানি দীর্ঘদিন ধরে ৩টি ড্রেনে নিষ্কাশন হয়ে আসছে। ডাঃ আবদুল মবিন মার্কেট সংলগ্ন একটি ড্রেনে পশ্চিম অংশের পানি ডাকাতিয়া নদীতে যায়। পূর্ব ও উত্তর অংশের পানি বাকি ২টি ড্রেনে বাগমারা বাইপাস হয়ে (কসাইখানা) ডাকাতিয়া নদীতে যেতো। একবছর পূর্বে রেলের ডাবল লাইনের কাজের কারনে একটি ড্রেন বন্ধ হয়ে যায়। সম্প্রতি বাগমারা বাইপাস সড়কের মেরামতের সময় একমাত্র ড্রেনটির একাধিক স্থানে ভেঙ্গে বন্ধ হয়ে যায়। বর্তমানে সওদাগর সুপার মার্কেট ১ ও ২সহ আশেপাশের সবকয়টি মার্কেটের পানি নিষ্কাশন বন্ধ রয়েছে। ড্রেনেই জমছে ময়লা পানি। এতে বাজারে র্দূগন্ধ ছড়াচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বাজারের ব্যবসায়ীরা লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও বাগমারা দক্ষিণ ইউপি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষন করেছেন।
বাগমারা বাজারস্থ সেবা ডেন্টাল কেয়ারের মালিক ডেন্টিষ্ট মফিজুল ইসলাম মুন্না বলেন, বাগমারা বাইপাস সড়কটি মেরামতের সময় ড্রেনটি ভেঙ্গে বন্ধ হয়ে যায়। পয়ঃনিষ্কাশন বন্ধ রয়েছে সবার। ড্রেন ডেকে ডেঙ্গু মশা জন্ম নিতে পারে।